23 C
Kolkata
December 25, 2024
রাজ্য

জলমগ্ন কলকাতা বিমানবন্দরের পার্কিং জোন

সংবাদ কলকাতা: এবার জলমগ্ন কলকাতা বিমানবন্দর। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জল থই থই কলকাতা বিমানবন্দরের পার্কিং জোন। এছাড়া আরও বিভিন্ন এলাকায় জল জমে থাকার ছবি ধরা পড়েছে। বিমানবন্দরের চত্বরের বিভিন্ন দপ্তরের সামনেও জল জমে থাকার একাধিক ছবি সামনে এসেছে।

অবশ্য বিমান চলাচলের ক্ষেত্রে এদিন কোনও প্রভাব পড়েনি। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, অন্যান্য দিনের মতোই স্বাভাবিক নিয়মে ও নির্দিষ্ট সময়ে বিমান ওঠানামা করেছে। আর পার্কিং এলাকায় যে অংশে জল জমে ছিল, সেখানে পাম্প ব্যবহার করে জল বের করার কাজ হয়েছে।

ফলে উড়ানে অচলাবস্থা তৈরি হয়েছে। শনিবার সারি সারি বিমান দাঁড়িয়ে থাকে পার্কিং এলাকাতে। এই অংশটি জলে ডুবে রয়েছে। এই দুর্যোগের মধ্যেই ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে কলকাতা বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সঙ্গে যুক্ত কর্মচারীদের। বিমান রক্ষণাবেক্ষণ ও পরীক্ষা করার কাজ চলছে জলের মধ্যে দাঁড়িয়ে। কোনও কোনও বিমান অবতরণের পর যাত্রীদের বিমান থেকে নেমে জলে পা ডুবিয়ে বাসে উঠতে হয়েছে।

এক নম্বর গেট এবং কৈখালির দিকের রাস্তাও ছিল জলমগ্ন হয়ে পড়েছে। এই সব জায়গায় গাড়ির গতি স্লথ হয়ে পড়েছে। ফলে যাত্রীদের বিমানবন্দরে যেতে অনেক বেশি লেগে যাচ্ছে।

Related posts

Leave a Comment