জলপাইগুড়ি, ৭ ডিসেম্বর: হাতির উপদ্রব প্রায়শই শোনা যায়! আবারও ফের হাতির হানায় মৃত্যু হল ২ জনের। আহত হয়েছেন আরও ২ জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটায়। পুলিস জানিয়েছে মৃতদের নাম বাবুরাম মাঝি(৬৫) ও বাহামুনি মাঝি(৬০)। এই ঘটনায় আহত হয়েছেন, মেয়ে আশা মাঝি(২৮) ও নাতি শিবরাজ মাঝি(৫)।
মৃতদের পরিবার সূত্রে জানা গিয়েছে, দুজন মৃত ব্যক্তি একই পরিবারের সদস্য। তাঁরা দুজনে সম্পর্কে স্বামী-স্ত্রী। নাগরাকাটা ব্লকের ১ নং আংরাভাষা গ্রামপঞ্চায়েত এলাকার কলাবাড়ি চা বাগানে গত মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই এলাকার গারা লাইনে বুনোহাতির দল আচমকাই ঢুকে পড়ে। যার ফলে হাতির হামলায় একই পরিবারের দুই জনের মৃত্যু হয়। এই ঘটনার পর মৃতের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারাও।
হাতির তাণ্ডবে ওই এলাকায় চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এলাকাবাসীর মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে পার্শ্ববর্তী ডায়না জঙ্গল থেকে একটি বুনো হাতি বেরিয়ে এসে গারা লাইনে ঢুকে পড়ে। এরপর একের পর এক বাড়িতে তাণ্ডব চালাতে শুরু করে।
প্রথমে পার্শ্ববর্তী বুদ্ধিমান ওঁরাওয়ের বাড়ি ভাঙচুর করে। এরপর আক্রমণ চালায় বাবুরাম মাঝির বাড়িতে। প্রথমে তাঁর বাড়ি ভাঙচুরের পর ঘরের মধ্যে থাকা চৌকি টেনে নিয়ে আসে। যে চৌকিতে বাবুরাম সহ পরিবারের চার জন ঘুমাচ্ছিলেন। হাতিটি সেই চৌকি টেনে বের করে এবং বাবুরাম ও তাঁর স্ত্রী বাহামুনিকে আক্রমণ করে। ঘটনাস্থলেই দুজনেরই মৃত্যু হয়। বাকি দুজনকে শুঁড় দিয়ে তুলে ছুঁড়ে ফেলে দেয়। তারা আহত অবস্থায় বানারহাট প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে।
previous post