29 C
Kolkata
August 2, 2025
রাজ্য

জলপাইগুড়িতে হাতির হানায় মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যু

জলপাইগুড়ি, ২৩ ফেব্রুয়ারি: জলপাইগুড়িতে হাতির হানায় মৃত্যু হল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। আজ, বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার মহারাজঘাটে। রাজগঞ্জের কেবলপাড়া হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার পথেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হাতির হানায় আশঙ্কাজনক পরীক্ষার্থীকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ছাত্রের নাম অর্জুন দাস।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বনদপ্তরের এক পদস্থ আধিকারিক। এছাড়া আসেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। বনদপ্তর জানিয়েছে, ওই হাতিটি সম্প্রতি দল থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সে কোনওভাবে মহারাজঘাট এলাকায় চলে আসে।

Related posts

Leave a Comment