30 C
Kolkata
April 5, 2025
জেলা

জলপাইগুড়িতে শুরু হয়েছে সম্প্রীতি সাংস্কৃতিক উৎসব ও মেলা

জলপাইগুড়ি: পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির উদ্যোগে শুরু হয়েছে সম্প্রীতি সাংস্কৃতিক উৎসব ও মেলা। শনিবার এই সম্প্রীতি উৎসব ও মেলার উদ্বোধন করেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন গ্রন্থাগারিক ডক্টর রঞ্জিত কুমার মিত্র। উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ জিতেন দাস, এলাকার প্রাক্তন কাউন্সিলর ও গণ আন্দোলনের নেতৃত্ব সলিল আচার্য, প্রাক্তন কাউন্সিলর দুর্বা ব্যানার্জি, শম্পা মজুমদার, পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিপুল সান্যাল, সম্পাদক হরিপদ চক্রবর্তী, উৎসব কমিটির সম্পাদক বিশিষ্ট আইনজীবী বিকাশ রায় সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

মেলায় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতে বানানো গয়না, হাতের কাজ করা শাড়ি থেকে শুরু করে বাংলাদেশের হাসের ডিমের চপ, পিঠে, পায়েশ, পুলি, পাটিসাপটা, মালপোয়া নানান রকম পকোড়া ঘুগনি সহ রকমারি স্টলের পাশাপাশি সংস্কৃতি অনুষ্ঠানের মঞ্চে লোক সঙ্গীত পরিবেশন করেন প্রখ্যাত ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী চৈতন্য দেব রায়, উত্তরের দড়িয়া গোষ্ঠী। নেপালি সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন নৃত্য শিল্পী মদন থাপা ও তাঁর সম্প্রদায়।

রবিবার চা বাগানের আদিবাসী নৃত্যশিল্পীদের অনুষ্ঠান, উত্তরবঙ্গের বিশিষ্ট সংগীতশিল্পী বিতান শিকদারের লোক সঙ্গীত গ্রুপ ফাইভ স্ট্রিং-এর অনুষ্ঠান সহ বিভিন্ন আবৃত্তি, নৃত্য ও সঙ্গীত শিল্পীদের অনবদ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হয় সাংস্কৃতিক সন্ধ্যা। দুদিনের এই সাংস্কৃতিক কর্মসূচি ও স্টলে ভিড় জমান জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন পাহাড়পুর খড়িয়া গ্রাম পঞ্চায়েতের মানুষরা। বিভিন্ন শিল্পীদের অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্প্রীতি উৎসব প্রাঙ্গন এপার বাংলা ওপার বাংলার গান, আদিবাসী-নেপালি নৃত্য, রবীন্দ্র-নজরুল সঙ্গীত, ভাওয়াইয়া চটকা পালা গান সব মিলে মিশে মিলনমেলার প্রাঙ্গন হয়ে ওঠে।

পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি বিপুল সান্যাল জানান, কেন্দ্র ও রাজ্য সরকার যেভাবে বিভেদের রাজনীতি কায়েম করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাইছে, তার বিরুদ্ধে জলপাইগুড়ি শহর ও শহরতলির স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের একত্রিত করে সম্প্রীতি উৎসবে বিভিন্ন স্টল ও উত্তরবঙ্গের বিভিন্ন সংগীত শিল্পী ও নৃত্যগোষ্ঠীদের একত্রিত করে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন তাঁরা। আগামী দিনে বিভেদের রাজনীতি দূরে ঠেলে মানুষকে সম্প্রীতির বার্তা দিতে তাঁদের এই প্রয়াস জারি থাকবে।

Related posts

Leave a Comment