নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: ছাগলে ফসল নষ্ট করা নিয়ে সংঘর্ষ। এই ঘটনায় ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন দুই যুবক যুবতী। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ধূপগুড়ি পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের রায়পাড়া এলাকায়।
জানা গিয়েছে, স্থানীয় কৃষক সুধীর রায়ের চাষের জমিতে কমল রায়ের ছাগল ঢুকে যায়। এরফলে ফসল নষ্ট হয়। এই নিয়ে বাধা দিতে গেলে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। রীতিমতো ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় তাঁদের মধ্যে।সুধীর রায়ের বড় ছেলে মন্টু রায় বাঁধা দিতে গেলে তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দেয় অভিযুক্ত কমল রায়। তিনি সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাঁর দিদি সন্ধ্যা রায় বাধা দিতে গেলে তাঁকেও কোপ কপি বসিয়ে দেয়। ঘটনায় স্তব্ধ হয়ে যায় এলাকাবাসী। আহতদের উদ্ধার করে প্রথমে ধূপপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, চিকিৎসকরা তৎক্ষণাৎ রেফার করে দেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। আহতরা এখন সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। এদিকে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এবিষয়ে ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত কমল রায় পলাতক।
previous post