সংবাদ কলকাতা: কুয়ো থেকে জল তুলতে গিয়ে অবাক বাড়ির লোক। জলে ভাসছে একটি স্কুল ব্যাগ। জল থেকে ব্যাগটি তুলে, সেটি খুলতেই চক্ষু চড়ক গাছ। ব্যাগের মধ্যে রয়েছে সদ্যোজাত শিশুর দেহ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।
স্থানীয় সূত্রে খবর, সোমবার কুয়ো থেকে জল তুলতে গিয়ে একটি স্কুল ব্যাগ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। খবর দেওয়া হয় পুলিসকে। কোতোয়ালি থানার পুলিস এসে কুয়ো থেকে সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর।
স্থানীয় সূত্রে খবর, সদ্যোজাত শিশুর বয়স প্রায় এক মাস। পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিস।