19 C
Kolkata
December 23, 2024
জেলা

জলপাইগুড়ি হাসপাতালে কর্মী নিয়োগ থেকে বঞ্চিত, বিক্ষোভের সামিল করোনা যোদ্ধারা

জলপাইগুড়ি,৫ আগস্ট: স্বাস্থ্য দপ্তরে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। প্রশ্ন উঠেছে সেই নিয়োগ প্রক্রিয়া নিয়ে। অভিযোগ নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত করা হচ্ছে করোনা যোদ্ধাদের। এর প্রতিবাদে জেলা মুখ‍্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করলেন দীর্ঘ আড়াই বছর ধরে স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসা করোনা যোদ্ধারা।

কোভিড যোদ্ধাদের অভিযোগ, স্বাস্থ্য দপ্তরের একাংশ কর্মীর আত্মীয় স্বজনরা চাকরি পাচ্ছেন হাসপাতালে। অথচ জলপাইগুড়ির কোভিড হাসপাতালে কাজ করে আসা করোনা যোদ্ধারা নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বঞ্চিত হচ্ছেন। এই নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে স্বচ্ছ নিয়োগের মাধ্যমে কোভিড যোদ্ধাদের চাকরির সুযোগ দেওয়ার দাবি জানান তারা। আন্দোলনরত করোনা যোদ্ধা‌রা বলেন, কোভিড হাসপাতালগুলোতে কাজ করার সময় নিজেদের জীবন বাজি রেখে পরিষেবা দিয়ে এসেছেন তারা। তাই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যে কর্মী নিয়োগ প্রক্রিয়া চলছে সেখানে তাদের‌ও সুযোগ দেওয়া হোক। বিষয়টি নিয়ে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, নিয়োগ প্রক্রিয়া‌র বিষয়টি মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ দেখছে। তা সত্ত্বেও তাদের দাবি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

Related posts

Leave a Comment