23 C
Kolkata
April 18, 2025
জেলা

জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর ফরেস্টে অবৈধ নির্মাণ ভাঙল বন দপ্তর

জলপাইগুড়ি,২১শে জানুয়ারি: উত্তরবঙ্গের বনাঞ্চলে প্রতিদিন চলছে অরণ্য ধ্বংসের কাজ। বন সংলগ্ন বিভিন্ন বনবস্তিতে গজিয়ে উঠেছে হোমস্টের নাম করে রিসর্ট। আক্রান্ত হচ্ছে জঙ্গলের বাস্তুতন্ত্র। এবার সামনে এল মারাত্মক ঘটনা, জঙ্গলের জমিতে বনের মধ্যে তৈরি হয়েছিল দোতলা বাড়ি। চারদিকে পশু পাখিদের আনাগোনা। আর সেই এলাকায় এভাবে রীতিমতো পাকা বাড়ি গজিয়ে ওঠায় আপত্তি ছিল বনদপ্তরের। এভাবে বাড়ি করা আইন নিষিদ্ধ। তারপরও রাতারাতি নিষেধ অমান্য করে একতলা থেকে দোতলা বাড়ি করে ফেলেছিল। প্রথমেই বন দপ্তরের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। পরে আবার তৈরি হয় বাড়ি। শেষ পর্যন্ত সরকারিভাবে আইনি নোটিশ পাঠানো হয়। কিন্তু এই নোটিশ অমান্য করে। নির্মাণ ভাঙ্গেনি। এবার বাধ্য হয়েই বন দপ্তরের পক্ষ থেকে শিলিগুড়ি লাগোয়া ফারাবাড়ী নেপালি বস্তিতে হাজির হয় বনকর্মীরা।

শুক্রবার সকালেই বৈকন্ঠপুর বনবিভাগের ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে এই অভিযান করা হয়। বনদপ্তরের বিশাল বাহিনী নিয়ে তারা পৌঁছায় সেখানে। সঙ্গে ছিল পুলিশ। এরপর ওই অবৈধ নির্মাণ দোতলা বাড়ি ভেঙে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে বাড়ির মালিক ধন বাহাদুর ছেত্রীকে গ্রেফতার করে। বনদপ্তরের অভিযোগ, জঙ্গলের মধ্যে এভাবে বাড়ি করা যায় না। রীতিমতো দোতলা পাকা বাড়ি করে নিয়েছিল। তাই বাড়িটা আজ আর্থ মুভার লাগিয়ে ভেঙে দেওয়া হয়। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। বন দপ্তরের পক্ষে এক বনআধিকারিক জানান, এভাবে অবৈধ নির্মাণ করা হলে তা ভেঙে দেওয়া হবে। এর পাশাপাশি আরও যে অবৈধ নির্মাণগুলি আছে, সেগুলিও ভাঙা হবে বলে জানান হয়েছে।

Related posts

Leave a Comment