জলপাইগুড়ি: লোকালয়ে অজগর উদ্ধার। জলপাইগুড়ির মুন্ডা বস্তির গৃহস্থ বাড়ির ঘরের পাশে জালে আটকা পড়ে একটি সাড়ে সাত ফুটের অজগর উদ্ধার করা হয়। দেখেই হইচই পড়ে যায় এলাকায়। উৎসুক জনতার ভিড় জমে যায়। খবর দেওয়া হয় পরিবেশ প্রেমী সংস্থা গ্রীন জলপাইগুড়িকে। গ্রীন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অংকুর দাসের নেতৃত্বে উদ্ধারকারী টিম মুন্ডা বস্তি পৌঁছে অজগর সাপটিকে উদ্ধার করেন। 
গ্রীন জলপাইগুড়ির স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক তথা পরিবেশ প্রেমী অংকুর দাস জানান, সাপটি দীর্ঘক্ষণ ধরে জালে আটকে থেকে হাঁসফাঁস করছিল। সামান্য আঘাত পেয়েছে জালে পড়ার সময়। প্রাথমিক চিকিৎসা করা হয়েছে। সাপটাকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে।
							previous post
						
						
					
							next post
						
						
					
