সংকল্প দে: যাঁরা এখনও পর্যন্ত জলদাপাড়া অভয়ারণ্য দেখতে পারেননি, তাঁদের জন্য অভিনব সুযোগ। সল্টলেকে বনবিতানের ভিতরে সত্তর একর জমির উপর তৈরি করা হয়েছে অভয়ারণ্য। গন্ডার, চিতাবাঘ থেকে আরম্ভ করে সমস্ত জীবজন্তু রয়েছে। সবই কিন্তু রেপ্লিকা, ছুটির দিনে ঘুরে বেড়ানোর আদর্শ জায়গা হতেই পারে। বনদপ্তরের তরফ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে শহর কলকাতাতেই জলদাপাড়ার পরিবেশ অনুভূত হয়। ৮ থেকে ৮০ সবার জন্য দুর্দান্ত একটি ঘোরবার জায়গা। রবিবার বা অন্য ছুটির দিনে অনায়াসে ঘুরতে যাওয়ার সেরা ঠিকানা।
previous post