April 16, 2025
দেশ

জলদাপাড়ায় শিক্ষামূলক ভ্রমণে এসে হুগলির ছাত্রীদের গাড়ি দুর্ঘটনায় কবলে পড়ায় জখম ২

সংবাদকলকাতা: জলদাপাড়ায় হুগলির পুইনান হাইস্কুলের ছাত্রীরা শিক্ষামূলক ভ্রমণে এসেছিল। তারপর মাদারীহাটে তাদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। ওই স্কুলের ৫৪ জন ছাত্রী ও তিনজন শিক্ষিকা ছ’টি ছোট গাড়ি নিয়ে জলদাপাড়ায় এসেছিল। গতকাল রাত ৮ টা নাগাদ তাদের মধ্যে একটি গাড়িকে ৮ নম্বর এশিয়ান হাইওয়ে সড়কে হলং গেটের কাছে একটি লরি সজোরে ধাক্কা মারে ,এবং সেই গাড়িতে থাকা দুজন ছাত্রী গুরুতর জখম হয়। জানাগিয়েছে,তারা সপ্তম শ্রেণীর ছাত্রী। দুই ছাত্রীর নাম আনিশা আইচ ও সুখানি খাতুন। সুখানির ডান হাত ভেঙে গিয়েছেএবং অন্য্ ছাত্রী আনিশার ডান হাত ভেঙেছে,এবং সে ডান পায়েও গুরুতর চোট পেয়েছে। জখম দুই ছাত্রীকে প্রথমে মাদারিহাট গ্রামীণ হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওই স্কুলের শিক্ষিকা সান্ত্বনা ঘোষাল বলেন, মাদারিহাট যুব আবাসে আমাদের বুকিং ছিল। বেড়াতে এসে কি যে হয়ে গেল বুঝতে পারছি না। জখম দুই ছাত্রীকে উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানো হয়েছে। বাকিরা সকলেই সুস্থ অবস্থায় তারা যুব আবাসে আছে। মাদারিহাট থানার ওসি মিংমা শেরপা বলেন, ঘাতক লরিটিকে আটক করা হয়েছে।

Related posts

Leave a Comment