প্যারিস: ইতিহাসের দোরগোড়ায় প্রায় পৌঁছে গিয়েছিলেন ভারতের তিরন্দাজি ধীরাজ বোম্মাদেবারা ও অঙ্কিতা ভগত। কিন্তু শেষ পর্যন্ত পদক জয়ের আশা বিলীন হয়ে গেল। যেভাবে ভারতের এই দুই প্রতিযোগী সবাইকে স্বপ্ন দেখিয়ে সেমিফাইনালে পৌঁছেছিলেন, তাতে আশা করা গিয়েছিল ভারতের আরও একটি পদক হয়তো আসতে পারে। তাই অপেক্ষায় ছিলেন দেশবাসী। কিন্তু হল না। সোনা বা রুপো নয়, এমনকি ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ের জন্য অংশ নিয়েও সেই সুযোগ হারাতে হল রিকার্ভ মিক্সড টিমের সেমিফাইনালে কোরিয়া প্রজাতন্ত্রের কাছে হেরে গিয়ে। তারপরেও ব্রোঞ্জ পদকের জন্য লড়াইয়ের সুযোগ তৈরি হয়েছিল। ভারতের জুটি মার্কিন যুক্তরাষ্ট্রের জুটির বিরুদ্ধে মুখোমুখি হয়েছিলেন। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে হেরে গিয়ে শেষ হাসি হাসতে পারলেন না ধীরাজ ও অঙ্কিতা। ব্রোঞ্জ পদকের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে ২-৬ সেটে হেরে গেলেন ধীরাজ ও অঙ্কিতা। এই প্রথম অলিম্পিক্সে তিরন্দাজিতে ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে সেমিফাইনালে উঠে নজির গড়েছিলেন ধীরাজ ও অঙ্কিতা।
previous post