30 C
Kolkata
August 3, 2025
দেশ

জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ, ১১ জুলাই সুপ্রিম শুনানি

নতুন দিল্লি: জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা অবলুপ্তির বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রায় ২০টির বেশি পিটিশন দায়ের হয়েছিল। জম্মু ও কাশ্মীরের ‘বিশেষ মর্যাদা’ কেড়ে নেওয়ার সাংবিধানিক বৈধতা নিয়ে তোলা হয় একাধিক প্রশ্ন। এবার সেই মামলার শুনানি। আগামী ১১ জুলাই সেই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন এই সাংবিধানিক বেঞ্চে রয়েছেন বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, সঞ্জীব খান্না, বিআর গাওয়াই এবং সূর্য কান্ত।

উল্লেখ্য, ২০১৯ সালে দিল্লির তরফে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারার অবলুপ্তির ঘোষণা হয়। সেই সঙ্গে জম্মু ও কাশ্মীরকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। দিল্লির সংসদভবন থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই নির্দেশ দেন। আনা হয়েছে নানারকম আইনগত পরিবর্তন। কিন্তু কেন্দ্রের এই পদক্ষেপ নিয়ে সরব হয়ে ওঠেন বিরোধীরা। প্রতিবাদ জানান, পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) প্রধান মেহবুবা মুফতি। তবে গত সেপ্টেম্বর মাসে আইএএস অফিসার শাহ ফায়জল এই ৩৭০ ধারা অবলুপ্তি নিয়ে তাঁর দায়ের করা মামলার আবেদন সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

Related posts

Leave a Comment