April 7, 2025
জেলা

জমি নিয়ে গন্ডগোলের জেরে ধর্ষিতা গৃহবধূ

মালদা, ১৯ অক্টোবর: জমি নিয়ে গন্ডগোলের জেরে চতুর্থীর দিন এক গৃহবধূকে গণধর্ষণ করার অভিযোগ। ঘটনাটি ঘটেছে মালদার ইংলিশ বাজার থানার নরহাট্রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। আশঙ্কাজনক অবস্থায় ওই গৃহবধূ বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে গতকাল গভীর রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আসে ইংলিশ বাজার মহিলা থানার পুলিশ। বৃহস্পতিবার সকালে গৃহবধুর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। নির্যাতিতা গৃহবধূ স্বামীর অভিযোগ, ২০১৬ সাল থেকে ১৮ শতক জায়গা নিয়ে স্থানীয় তিন ব্যক্তির সাথে তাদের গন্ডগোল চলছে। গতকাল সন্ধ্যায় খড়ির পাতা আনতে যায়। একা পেয়ে তার স্ত্রীকে ওই তিন ব্যক্তি গণধর্ষণ করে এবং মারধর করে বলে অভিযোগ। পরে তার স্ত্রীকে আশঙ্কা জনক অবস্থায় উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। তিনি আরো জানান গতকাল রাত্রেই হাসপাতালে মহিলা থানার পুলিশ এসেছিল। আজ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন তিনি।

Related posts

Leave a Comment