সুভাষ পাল, সংবাদ কলকাতা: চাকরির প্রতিশ্রুতি দিয়ে জলের দরে জমি কেনার একটি পুরনো মামলা নিয়ে লালু যাদবের পরিবারের বিরুদ্ধে নতুন করে তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আজ রাবড়িদেবীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। প্রসঙ্গত গত ফেব্রুয়ারিতে দিল্লির একটি আদালত আরজেডি নেতা লালুপ্রসাদ যাদব ও তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে শমন পাঠায়।
তাৎপর্যপূর্ণভাবে সেই শমন পাঠানোর কয়েকদিন পর গতকালই তেজস্বী যাদব সহ দেশের ৯টি বিরোধী দলের নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দেয়। সেই চিঠিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ করা হয়। এই চিঠির পর জাতীয় রাজনীতিতে প্রশ্ন উঠতে শুরু করেছে। দিল্লির আদালতের শমন পাওয়ার পর আরজেডি ও তার মিত্র দলগুলি কি আগে থেকেই অনুমান করে নিয়েছিল, খুব শীঘ্রই সিবিআই অভিযান হতে পারে? সেটা রোখার জন্যই কি আগে থেকে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে একটা প্রচ্ছন্ন হুমকি দিতে চেয়েছিল বিরোধী দলগুলি?
পাশাপাশি এই প্রশ্নও উঠতে শুরু করেছে, এই ৯ বিরোধীদল কি এই জমি দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষ কিম্বা পরোক্ষভাবে যুক্ত? না হলে আগ বাড়িয়ে কেন সংঘবদ্ধভাবে প্রধানমন্ত্রীকে এই চিঠি দিতে যাবে?