জব্বলপুর, ৫ জানুয়ারি: মধ্যপ্রদেশে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মেডিক্যাল পড়ুয়া ছাত্রীর। পাশাপাশি গুরুতর আহত হয়েছেন আরও এক সহপাঠী ছাত্র। মৃত ছাত্রীর নাম রুবি ঠাকুর ও আহত ছাত্রের নাম সৌরভ ওঝা। তাঁরা দুজনেই মেডিক্যালের তৃতীয় বর্ষের পড়ুয়া। বুধবার রাতে দুর্ঘটনাটি ঘটে মধ্যপ্রদেশের জব্বলপুরের গধায় এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা দুজনেই একটি বাইকে চেপে তিলওয়াড়ার দিকে যাচ্ছিলেন। সে সময় ভেদাঘাট থেকে বাইপাস ধরে সার্ভিস লনে পৌঁছায় তাঁদের বাইকটি। ঠিক সেই মুহূর্তে নাগপুরগামী একটি ট্রাক দ্রুত গতিতে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকে ধাক্কা মারে। ট্রাকের প্রবল ধাক্কায় সৌরভ রাস্তার পাশে ছিঁটকে পড়ে যান। কিন্তু রুবি পড়েন চাকার সামনে। এই ঘটনায় ট্রাক চালক ভয় পেয়ে পালানোর চেষ্টা করে। সেজন্য সে গাড়ি না থামিয়ে তার গতি আরও বাড়িয়ে দেয়। ফলে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে যান রুবি। তাঁর দেহ চাকার সামনে জড়িয়ে যায়। ওই অবস্থায় তাঁর দেহটি ৫০০ মিটার টেনে নিয়ে যায় ট্রাক। শেষে তাঁর ছিন্নভিন্ন দেহে অত্যধিক রক্তক্ষরণের ফলে রাস্তাতেই মৃত্যু হয় তাঁর।
এদিকে বাইক চালক সৌরভের মাথায় গুরুতর চোট লাগে। আশঙ্কাজনক অবস্থায় তিনি এখন স্থানীয় মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। দুই সহপাঠীর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান মেডিক্যালের অন্যান্য পড়ুয়ারা। তাঁরা ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্তকারী পুলিশ আধিকারিক অভিযুক্ত ট্রাক চালককে দ্রুত গ্রেফতারের প্রতিশ্রুতি দিয়ে আশ্বস্ত করেন পড়ুয়াদের। ইতিমধ্যে পুলিশ এলাকার সি সি টিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। ঘটনার বিস্তারিত তদন্তও হয়েছে। যাতে ঘাতক ট্রাক ও অভিযুক্ত চালককে দ্রুত চিহ্নিত করা যায়।
previous post