32 C
Kolkata
April 9, 2025
Featured টিভি-ও-সিনেমা বিদেশ

জন্ম নিল রোমান পাচিনো, ৮৩-তে বাবা হলেন আল পাচিনো

সংবাদ কলকাতা: জনপ্রিয় অভিনেতা আল পাচিনো বাবা হলেন ৮৩ বছর বয়সে। অভিনেতা তাঁর সদ্যজাত পুত্রের নাম দিয়েছেন রোমান পাচিনো। তাঁর বান্ধবী নুর আলফাল্লাহ একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। বান্ধবী নুর আলফাল্লাহ-র এখন ২৯ বছর বয়স বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত অবিবাহিত এবং চিরকুমার থাকা স্বত্ত্বেও, পাচিনোর তিনটি সন্তান রয়েছে। এদের প্রথমজন জুলি মারি। যাঁর সাথে ভারপ্রাপ্ত কোচ জ্যান ট্যারাণ্টের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁর সঙ্গে অভিনেত্রী বেভারলি ডি, এনজেলোর সম্পর্ক ছিল ১৯৯৬ থেকে ২০০৩ পর্যন্ত। তাঁদের ঔরসজাত দুই যমজ সন্তান রয়েছে। যাঁদের নাম এন্টন জেমস ও অলিভিয়া রোস।

এছাড়া গডফাদার ট্রিলজির সহ শিল্পী ডায়ান কিটনের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিল আল পাচিনোর। আর যাঁদের সঙ্গে তাঁর সম্পর্ক ছিল, তারা হলেন – মারথা কেলার, লিনডেল হবস, কেথালিন কুইনলান, টুইসডে ওয়েড। অবশেষে ৮২ বছর বয়সে ২০২২ সাল থেকে ২৯ বছর বয়সী নুর আলফাল্লাহ’র সঙ্গে সম্পর্কে জড়ান আল পাচিনো।

উল্লেখ্য, আলফ্রেদো জেমস “আল” পাচিনোর জন্ম এপ্রিল ২৫, ১৯৪০ সালে। তিনি একাডেমী পুরস্কার বিজয়ী একজন কিংবদন্তীতুল্য মার্কিন মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা। তাঁকে চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের শ্রেষ্ঠ হাতে গোনা কয়েকজন অভিনেতার একজন হিসাবে বিবেচনা করা হয়। চলচ্চিত্রে তাঁর ব্যাপক উপস্থিতি। আল পাচিনোর অভিনীত চরিত্রগুলির বৈচিত্রময়তার দিক দিয়ে বিচার করলে তাঁর জুড়ি হতে পারেন কেবল মার্লোন ব্রান্ডো এবং রবার্ট ডি নিরোর মতো মহান অভিনেতারা। ‘গডফাদার’ এবং ‘ডগ ডেই আফটারনুন’-এর মতো অমর চলচ্চিত্রে করা অতুলনীয় অভিনয় অভিনেতা হিসাবে পাচিনো’কে নিয়ে গেছে জনপ্রিয়তার শিখরে।

Related posts

Leave a Comment