শিলচর: শিলচর কেন্দ্রীয় কারাগারের ট্রানজিট ক্যাম্পে বন্দী নেপালের নাগরিক জন্নত খাতুনকে অবশেষে স্ব-দেশে নিয়ে যাওয়ার পদক্ষেপ গ্রহণ করছে নেপাল সরকার। নেপালের ছালাহী ছিলাম লক্ষ্মীমোড়ের বাসিন্দা জন্নত খাতুনকে সমঝে নেওয়ার সম্মতি প্রকাশ করে ইতিমধ্যে শিলচর কেন্দ্রীয় কারাগারের অধীক্ষককে পত্র প্রেরণ করে নেপাল সরকার।
কলিকাতায় থাকা নেপালের দূতাবাসে এই পত্র প্রেরণ করে জন্নত খাতুনকে ডিটেনশন ক্যাম্পের থেকে মোকলাই দেওয়ার জন্য আবেদন জানিয়েছে জেলা কর্তৃপক্ষকে। সুদূর নেপাল থেকে শিলচর উপস্থিত হওয়া জন্নত খাতুনের পুত্র ফিরোজ লাহিড়ী সহ আত্মীয় পরিজনের হাতে নেপালের বৃদ্ধাকে গছিয়ে দেওয়ার জন্য পত্রযোগে অনুরোধ করা হয়েছে জেল কর্তৃপক্ষকে।
উল্লেখ্য, অবৈধভাবে ভারতে প্রবেশ করার অপরাধে ২০১৮ সালে কাঠগড়া থেকে গ্ৰেপ্তার হয়েছিল জন্নত খাতুন। ২০১৮ সালে ২৮ নভেম্বরে শিলচর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছিল জন্নত খাতুনকে। দুই বছর কারাবাসের শেষ হওয়ার পূর্বে ২০২০ সালে ২৭ ডিসেম্বরের পরে নিক্ষেপ করা হয় শিলচর সেন্ট্রাল জেলের ডিটেনশন ক্যাম্পে। সেখানে বিনা দোষে বন্দী হয়ে আছেন অসুস্থ জন্নত খাতুন। এর মধ্যে “সি আর পি সি” রাজ্য কমিটির সচিব প্রধান সাধন পুরকায়স্থ নেপাল সরকারের সঙ্গে যোগাযোগ করেন। অবশেষে জন্নত খাতুনকে স্বদেশ নেপালে নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করে নেপাল সরকার।
previous post