সংবাদ কলকাতা: এবার জনগণের রোষের মুখে পড়লেন তৃণমূলের তারকা সাংসদ শতাব্দী রায় ও যুব নেতা দেবাংশু ভট্টাচার্য। সূত্রের খবর, শুক্রবার দিদির দূত হয়ে বীরভূমের হাসান বিধানসভার মেলেরডাঙ্গা গ্রামে যান শতাব্দী রায়। পথে গাড়ি থামিয়ে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, মেলেরডাঙ্গা থেকে মাড়গ্রাম পর্যন্ত ৬ কিমি রাস্তার অবস্থা খুবই খারাপ। রাস্তা তৈরির প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ করা হয়নি।
অপরদিকে, তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য দিদির দূত হয়ে গিয়েছিলেন বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে। সেখানে তিনি গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন। এ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বীরভূমের জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, দিদির দূতেরা এখন গ্রামে ভূত দেখছেন। ১২ বছর ক্ষমতায় থেকেও কোনও উন্নয়ন করতে না পারায়, এখন গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়ছেন তাঁরা।
previous post
next post