নদীয়া: সম্প্রতি নদীয়ার রানাঘাটে এক কর্মসূচীতে এসে রাজ্য সরকারের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরাদ হাকিম বলেন, আবাস যোজনা সহ ১০০ দিনের কাজের টাকা, যা আসলে সাধারণ মানুষ তথা বাংলার জনগণের টাকা। সেই টাকা কেন্দ্র দিচ্ছে না। পাশাপাশি, তিনি আরও বলেন, এটা কেন্দ্র বা বিজেপির পিতৃদেবের টাকা না, জনগণের টাকা।
এদিন নদীয়ার নবদ্বীপে দলীয় এক কর্মসূচীতে এসে ফিরাদ হাকিমের এই বক্তব্য প্রসঙ্গে রানাঘাট লোকসভার বিজেপি সাংসদ জগন্নাথ সরকার তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন।
নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৩তম জন্মজয়ন্তী উপলক্ষে নবদ্বীপ শহর উত্তর মন্ডল বিজেপির পক্ষ থেকে এদিন এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় নবদ্বীপ শহরের অন্যতম হরিসভা পাড়া সাধারণ গ্রন্থাগার ভবনে।
সেখানে উপস্থিত ছিলেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার, নদীয়া উত্তরের বিজেপি সভাপতি অর্জুন বিশ্বাস, এছাড়াও ছিলেন নদীয়া উত্তরের বিজেপি নেতা নবীন চক্রবর্তী, নবদ্বীপ শহর উত্তর মন্ডলের সভাপতি শংকর দেবনাথ সহ আরও অনেকে।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবাস যোজনা প্রসঙ্গে ফিরাদ হাকিমের করা বক্তব্যকে কটাক্ষ করে জগন্নাথ সরকার বলেন, সম্পত্তি কারও পৈতৃক নয়, এটা জানা দরকার। সেটা রাজ্যেরও নয়, কেন্দ্রেরও নয়। এটা জনগণের টাকা। জনগণের টাকা বিলি করার একটা নিয়ম আছে।
তিনি আরও বলেন, কিন্তু জনগনের টাকাকে বাপের সম্পত্তি বানিয়ে তৃণমূলের নেতারা লুটেপুটে খাচ্ছে। তবে আগামী দিনে যারা এই অন্যায় কাজ করছে তাঁদেরও জেলে ঢুকিয়ে ছাড়া হবে।
সব মিলিয়ে পঞ্চায়েত ভোটের নির্ঘন্ট সরকারিভাবে ঘোষণা না হলেও ইতিমধ্যে শাসক ও বিরোধী শিবির যে ভোটের দামামা বাজিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।