32 C
Kolkata
April 15, 2025
কলকাতা রাজ্য

জঙ্গি সন্দেহে ডায়মন্ড হারবারের ২ ব্যক্তি গ্রেফতার

প্রতীকী চিত্র

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: জঙ্গি সন্দেহে দুইজনকে গ্রেফতার করল এসটিএফ। ধৃতদের নাম সামির হোসেন খান ও সাদ্দাম হোসেন খান। তাদের মধ্যে একজনকে ডায়মন্ড হারবার থেকে ও অন্যজনকে মুম্বই থেকে গ্রেফতার করা হয়। ডায়মন্ড হারবারের চাঁদনগর থেকে সমীর হোসেন খানকে গ্রেফতার করে এসটিএফ-এর একটি দল। অন্যদিকে সাদ্দাম হোসেন খানকে গ্রেফতার করা হয় মুম্বইয়ের নির্মলনগর থেকে। এব্যাপারে এসটিএফ-কে সহযোগিতা করে মুম্বইয়ের এটিএস। গ্রেফতার হওয়া দুই ব্যক্তি ডায়মন্ড হারবারের বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন আলকায়দার সঙ্গে যুক্ত। এছাড়া তারা মৌলবাদী কার্যকলাপের সঙ্গেও জড়িত বলে অভিযোগ। শনিবার ধৃত দুই ব্যক্তিকে আদালতে তোলা হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related posts

Leave a Comment