নিজস্ব সংবাদদাতা, কলকাতা: দলীয় কর্মীদের উপর পুলিশি অত্যাচারের ঘটনায় রাজ্যে এল বিজেপির কেন্দ্রীয় প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় দিল্লি থেকে কলকাতায় পৌঁছন ব্রিজলাল, রাজ্যবর্ধন সিং রাঠোর, অপরাজিতা সারেঙ্গি, সুনীল জাখড় ও সমীর ওঁরাও। আহত দলীয় কর্মীদের সঙ্গে দেখা করবেন তাঁরা।
উল্লেখ্য, মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে কার্যত রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। পুলিশ ও বিজেপি কর্মীরা পরস্পর সংঘর্ষে জড়িয়ে পড়ে। বিজেপি কর্মীদের লক্ষ্য করে পুলিশের বিরুদ্ধে ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। পুলিশের লাঠির আঘাতে মাথা ফাটে বিজেপি কাউন্সিলার মিনাদেবী পুরোহিতের। আবার পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মীদের বিরুদ্ধেও পাল্টা ইট ছোঁড়ার অভিযোগ ওঠে। হাত ভেঙে জখম হন পুলিশের এসিপি।
অন্যদিকে মহাত্মা গান্ধী রোডে পুলিশের দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই ঘটনায় বিজেপির বেশ কয়েকজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সিসিটিভি ফুটেজ দেখেই তাদের সনাক্ত করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে। যে ব্যক্তি গাড়িতে অগ্নিসংযোগ করেছিল তাকেও গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি গোয়েন্দাদের।
next post