সংকল্প দে, সংবাদ কলকাতা: ট্রাই এর পক্ষ থেকে একের পর এক গ্রাহক বিরোধী নিয়ম ও আইন বলবত করা হচ্ছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বৃহৎ পুঁজিপতিদের স্বার্থে ছোট ছোট কেবেল অপারেটরদের রুটি রোজগার বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করছে। ট্রাই এর পক্ষ থেকে যেভাবে গ্রাহকদের জন্য রেট বৃদ্ধি করা হয়েছে তাও গ্রাহকদের স্বার্থ বিরোধী। টাকার অংক বৃদ্ধি পেলেও সমস্ত চ্যানেল দেখার সুবিধা গ্রাহকরা পাচ্ছেন না।
অন্যদিকে রাজ্যের বিভিন্ন প্রান্তে কেবল অপারেটর তাদের কেবেল এর মাধ্যমে গ্রাহকদের কাছে চ্যানেল দেখার পরিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে যে তারের ব্যবহার করে তাও বেআইনিভাবে ঝুলে আছে এমন আখ্যা দিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে কেটে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে। ট্রাই কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের এ ধরনের আচরণের জেরে মুশকিলে পড়েছেন এর রাজ্যের কেবল টিভি অপারেটররা। তাদের মিলিত যৌথ মঞ্চ কেবিল টিভি অপারেটর সংযুক্ত মোর্চার পক্ষ থেকে এদিন প্রতিবাদ জানিয়ে শহরের বুকে প্রতিবাদ মিছিল করা হয়। পা মেলান অসংখ্য কেবল টিভি অপারেটররা। রানী রাসমণি রোডে তাঁরা প্রতিবাদ সভাও করেন।
আগামী দিনে দ্রুত এই সমস্ত সমস্যার সমাধান না হলে কেবিল টিভি অপারেটরদের এই সংযুক্ত মোর্চার পক্ষ থেকে রাজ্যব্যাপী বৃহত্তর আন্দোলন এর ডাক দেওয়া হবে বলে এদিন হুঁশিয়ারি দেন সংযুক্ত মোর্চা সংগঠনের অন্যতম আহ্বায়ক।