November 1, 2025
রাজ্য

ছেলের অত্যাচারে আত্মহত্যা করলেন সত্তরোর্ধ্ব বৃদ্ধা মা, ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়

বরানগর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বরানগর নবীন চন্দ্র দাস রোড এলাকায় থাকতেন সবিতা রায় নামে সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মহিলা। প্রায়শই বাড়িতে ছেলে এবং বৌমার সাথে ঝুরঝামেলা হত বলে জানান প্রতিবেশীরা। গতকাল রাতে আনুমানিক ৯.৩০ নাগাদ নিজের আবাসনের তিনতলার বারান্দা থেকে ঝাঁপ দেন তিনি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বরানগর থানার পুলিশ। পুলিশ এসে প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় তারপর সেখানে শারীরিক অবস্থার অবনতি জেরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে আজ তার সেখানে মৃত্যু হয়। ইতিমধ্যে ময়নাতদন্তের জন্যে নিয়ে যাওয়া হয়েছে। গোটা এলাকার লোকজন মৃতের ছেলে এবং বৌমাকে দায়ী করে সঠিক বিচার চাইছে ।

Related posts

Leave a Comment