কলকাতা, ২৬ সেপ্টেম্বর: রাজ্যে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। তাই এবার ছুটি বাতিল হল চিকিৎসকদের। সেই সঙ্গে অন্যান্য স্বাস্থ্যকর্মীদেরও ছুটি বাতিল হয়েছে। এই ঘোষণা করেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। নবান্ন সূত্রে খবর, ডেঙ্গু চিকিৎসার সঙ্গে যুক্ত সকল স্বাস্থ্যকর্মীদের পুজোর সময় যেতে হবে নিজ নিজ কর্মক্ষেত্রে।