25 C
Kolkata
November 1, 2025
দেশ

ছাত্রীর সঙ্গে সমকামী সম্পর্ক শিক্ষিকার

বিকানীর: ২১ বছরের শিক্ষিকার প্রেমে পড়ল ১৭ বছরের ছাত্রী। সেজন্য বাড়ি থেকে পালিয়ে গেল তাঁরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের বিকানীরে। খবর পেয়ে পুলিশ নজর রাখতে শুরু করে তাঁদের গতিবিধির ওপর। অবশেষে চেন্নাইতে খোঁজ মিলল সেই সমকামী যুগলের।

এদিকে এই ঘটনায় রে রে করে তেড়েফুঁড়ে উঠল হিন্দুত্ববাদী সংগঠনগুলি। তাঁরা দাবি করেন, ভুল বুঝিয়ে ওই হিন্দু নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে গেছেন ওই মুসলিম শিক্ষিকা। বিষয়টিকে লাভ জিহাদের সঙ্গে তুলনা করেছেন তাঁরা।
বিকানীরের ইনস্পেক্টর জেনারেল ওমপ্রকাশ পিটিআইকে জানিয়েছেন, ওই যুগলের গতিবিধির উপর পুলিশ টিম নজর রাখছিল। এরপর বুধবার চেন্নাইতে তাদের খোঁজ মিলেছে। স্থানীয় পুলিশের সহায়তায় তাদের খোঁজ মিলেছে। পুলিশ জানিয়েছে, ডেপুটি এসপির নেতৃত্বে একটি টিম তাদের উপর নজর রাখছিল। তামিলনাড়ু যাওয়ার আগে তারা কেরলে যায়। সেখানকার চেন্নাইতে তাদের খোঁজ মিলেছে। নাবালিকা ক্লাস ১২এর ছাত্রী। আর সে ওই স্কুলেরই ২১ বছরের এক তরুণী শিক্ষিকার সঙ্গে পালায়।

Related posts

Leave a Comment