April 7, 2025
দেশ

ছত্তিসগড়ে মাওবাদীদের সঙ্গে গুলির লড়াইয়ে মৃত ৩ জওয়ান

সুকমা: শনিবার রক্তাক্ত হল ছত্তিসগড় রাজ্যের সুকমা জেলা। এদিন মাওবাদীদের সাথে গুলির লড়াইয়ে শহিদ হন তিনজন ডিআরজি জওয়ান। শহিদ জওয়ানরা হলেন এএসআই রামুরাম নাগ, অ্যাসিস্টেন্ট কনস্টেবল কুঞ্জম যোগা ও সৈনিক ভঞ্জম ভীমা।

বাস্তার রেঞ্জের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ সুন্দর রাজ জানান, এদিন সকাল ৯ টা নাগাদ জাগরগুন্ডা ও কুন্দেড গ্রামের মাঝে তল্লাশি অভিযান চালানোর সময় দুই পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এলোপাথাড়ি গুলিতে নিহত হন তিন জন ডিআরজি জওয়ান। হামলা চালিয়ে পালিয়ে যান মাওবাদীরা।

Related posts

Leave a Comment