24 C
Kolkata
April 17, 2025
দেশ

ছত্তিশগড়ে গুলির লড়াই,নিহত ৪ মাওবাদী

বিজাপুর: ছত্তিশগড়ের বিজাপুর জেলায় পুলিস এবং সিআরপিএফের যৌথবাহিনীর সঙ্গে মাওবাদীদের গুলির লড়াই। এনকাউন্টারে এক মহিলা সহ তিন মাওবাদী নিহত হয়েছে বলে খবর। যদিও মৃতদের পরিচয় এখনও জানা যায়নি।

বস্তার রেঞ্জের আইজি পি সুন্দররাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর যৌথ বাহিনী মাওবাদী বিরোধী অভিযানে নামে। শনিবার সকাল থেকে গুলির লড়াই শুরু হয়। রাজধানী রায়পুর থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে মিরতুর থানার পোমরার জঙ্গলে চলে এই গুলির লড়াই।

ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স(এসটিএফ) এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিস ফোর্স (সিআরপিএফ)-এর কর্মীরা যৌথভাবে অভিযানে নামে। পলাতক মাওবাদীদের খোঁজে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান চলছে।

Related posts

Leave a Comment