28 C
Kolkata
April 6, 2025
দেশ

ছট পুজো সাধারণত চার দিনের

ছট পুজো প্রথম দিনে ভক্তরা গঙ্গা ঘাটে গিয়ে সন্ধ্যায় ভগবান সূর্যকে অর্ধ দিলেন। এই পুজো সাধারণত চার দিনের হয়। প্রথম দিন আতপ চালের সেদ্ধ ভাত, লাউয়ের তরকারি এবং ছোলার ডাল খেতে হয়। পরের দিন সারাদিন উপবাস রাত্রিবেলা গুড়ের পায়েস। বৃহস্পতিবার বিকালে নদীর ঘাটে পশ্চিম দিকে মুখ করে পুকুরের বা গঙ্গার ঘাটে জলে নেমে সূর্যের আহ্বান এবং ফল ভাসাতে হয়।

আগামীকাল ভোরবেলায় সূর্যদেব ওঠার আগে পুজো করে ব্রত ভঙ্গ করতে হবে। তাদের মধ্যে শিবকুমারী কুর্মি এবং ছট দেবতা বা সূর্য দেবতার কাছে চাইলেন পৃথিবীর সমস্ত মানুষ যাতে সুস্থ এবং স্বাভাবিক থাকে। সূর্যদেবতার উপাসক এদিন তারাই জাঁকজমক ভাবে নিয়মনিষ্ঠা মেনে পুজো করেন। এদিন গঙ্গা ঘাটে বাঙালি রাও বা অন্য ধর্মের সম্প্রদায় বহু মানুষ সূর্য দেবতার পূজো দেখতে এবং মানত করতে আসেন।

Related posts

Leave a Comment