সংবাদ কলকাতা: বিগত তিন বছর থেকে রবীন্দ্র সরোবর লেক ছট পুজোর জন্য বন্ধ করে দেওয়া হয়। কারণ লেকের জল দূষিত হচ্ছে বলে অভিযোগ। সেজন্য কলকাতা কর্পোরেশন এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করার নির্দেশ দিলেন মেয়র ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, আর ঘাটে ঘাটে যেতে হবে না। এলাকায় এলাকায় কৃত্রিম জলাশয় তৈরি করলে তাঁরা নিজেরই এলাকায় ছট পুজো করতে পারবেন। এর পাশাপাশি দেবাশিস কুমার জানিয়েছেন, কলকাতা কর্পোরেশন এলাকায় কৃত্রিম জলাশয় বা ঘাট তৈরি করা হয়েছে ১৫০টা। এই ১৫০টি জলাশয়ের কৃত্রিম ঘাটগুলিতে পুজো হয়ে যাওয়ার পর কলকাতা কর্পোরেশন এটাকে ভেঙে ফেলবে। এমনটাই জানিয়েছেন দেবাশিস কুমার।
previous post
next post