অরবিন্দ সরকার
আন্তর্জাতিক স্বভাব কবি
বহরমপুর, মুর্শিদাবাদ।
চোরেরা ভোট চায় বোকা মানুষের দরবারে,
নির্লজ্জেরা বেচে দেবে দেশ যাবে ছারখারে,
কানকাটা বেহায়ার দল
ছল চাতুরী মিথ্যা সম্বল
চোরের মায়ের বিরাট গলা, ইন্ধন পরিবারে।
গীতা থেকে চণ্ডীপাঠ,শ্মশানের খাট আঁতুড়ে,
টাকা খাঁটি নয় মাটি– উন্নয়ন দুয়ারে দুয়ারে,
ভাগাড় মাঠে কোলাহল
জবরদস্তি জোর দখল
পিঠা খেতে মন চায় নেতার,রাতের আঁধারে।
ভেজাল কাটমানি ঘুষ কালো টাকা ব্যাঙ্কারে,
ফ্লাটে টাকা গড়াগড়ি বুড়ো সুড়সুড়ি অপারে,
গরীবদের চুরি কম্বল
পঁচাত্তর পঁচিশে গোল
চুরি করার অধিকার চায় আইনি কারবারে।
চোর না বললেই রাগ,কে নয় চোর?-বাপরে,
টাকার বেটা পাহাড় কাটা কোটি অধিকারে,
পাহাড় থেকে জঙ্গল
হাসা হাসির হট্টগোল
গুড়বাতাসা আপ্যায়নে,মদে বিসর্জন ভাঁড়ে।
previous post
next post