সংবাদ কলকাতা, ১৫ জুন: চোপড়ায় পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা দেওয়ার মিছিলের ওপর হামলা। গুলিবিদ্ধ হলেন বামফ্রন্ট ও কংগ্রেসের ৩ কর্মী। জখম হয়েছেন মিছিলে অংশগ্রহণকারী আরও বেশ কয়েকজন। আজ বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে চোপড়ার কাঠালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, মনোনয়ন গ্রহণ কেন্দ্রের অদূরেই মিছিলটি যাচ্ছিল। আচমকা সেই মিছিলে হামলা হয়। মিছিলকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। বামফ্রন্ট ও কংগ্রেসের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলা হয়েছে। যদিও শাসকদলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।