সংবাদ কলকাতা: শনিবার সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন দুপুরে তিনি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। সেখান থেকে সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তিনি ফিরলেন কলকাতায়। সূত্র মারফত জানা গিয়েছে, তিনি চোখের চিকিৎসা করাতে সেখানে গিয়েছিলেন।