19 C
Kolkata
January 15, 2025
কলকাতা

চুঁচুড়ায় বাড়ির আলমারি থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার

চুঁচুড়া: চুঁচুড়ার নিজের বাড়ি থেকে রহস্যজনকভাবে উদ্ধার হল এক বৃদ্ধার মৃতদেহ। মৃত্যুর কারণ খুঁজতে দেহ ফরেন্সিকে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভারতী ধাড়া (৬২)। শুক্রবার তাঁর বাড়ির আলমারির মধ্যে থেকে উদ্ধার হওয়া মৃতদেহে কোনও ক্ষত মেলেনি। ভারতীদেবী এবং তাঁর স্বামী কাশীনাথ ধাড়া শ্যামবাবুর ঘাট এলাকার বাসিন্দা। সম্প্রতি আবাস যোজনায় নতুন বাড়ি তৈরি করছিলেন কাশীনাথ। কাশীনাথ বাবু মদ্যপ বলে পরিচিত ছিলেন এলাকায়। যা নিয়ে প্রায়শই ঝগড়া হতো দুজনের।

শুক্রবার তাঁর ঘরের আলমারি থেকে দেহ উদ্ধার হওয়ার পর ভারতী দেবীর স্বামী ও ছেলের কথায় অসঙ্গতি মিলেছে।

তাঁর পুত্রবধু কাজল ধাড়া জানান, তিনি তাঁর শ্বাশুড়িকে শেষ বারের মতো বৃহস্পতিবার দেখেছিলেন গামছা নিয়ে শৌচাগারে যেতে। তবে তিনি বলেন, পুলিশ যেন দ্রুত এই ঘটনার কিনারা করে।

Related posts

Leave a Comment