23 C
Kolkata
December 26, 2024
বিদেশ

চিলিতে ভয়াবহ দাবানলে মৃত ১৩

Fire is seen along a road in the town of Hualane during a big forest fire, on the outskirts of the Curico city, south of Chile, January 21, 2017 REUTERS/Cristobal Hernandez FOR EDITORIAL USE ONLY. NO RESALES. NO ARCHIVE. TPX IMAGES OF THE DAY - RTSWRLW

স্যান্টিয়াগো: লাতিন আমেরিকার চিলিতে ভয়াবহ দাবানল। এই দাবানলের ঘটনা ঘটেছে চিলির রাজধানী স্যান্টিয়াগো থেকে মাত্র ৫০০ কিমি দূরে বিওবিও প্রদেশে। এই ঘটনায় এখনও পর্যন্ত সান্তা জুয়ানা শহরে প্রাণ হারিয়েছেন ১৩ জন। প্রায় ১০০ বাসস্থান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসাত্মক রূপ নিয়ে দাবানলের আগুন ছড়িয়ে পড়েছে ৩৫ হাজার একরেরও বেশি এলাকায়। বিপর্যয় মোকাবিলায় দমকলের পাশাপাশি সেনাবাহিনীকেও উদ্ধার কাজে নামানো হয়েছে। সেনা কর্মীরা আগুন নেভানো ও উদ্ধারকাজে দমকল বাহিনীকে সহযোগিতার কাজে ঝাঁপিয়ে পড়েছেন।

এদিকে দক্ষিণাঞ্চলের লা অরাকনিয়ায় জরুরি সহযোগিতা কাজে নিয়োজিত কৃষি মন্ত্রণালয়ের একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটির পাইলট ও একজন মেকানিক নিহত হয়েছেন।এমনই জানিয়েছেন চিলির কৃষিমন্ত্রী। প্রসঙ্গত চিলি দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এখানে এই সময় গ্রীষ্মকাল থাকে। সেজন্য প্রায় প্রতি বছর গ্রীষ্মকালে এখানে ছোটবড় দাবানলের ঘটনা ঘটে। নজিরবিহীনভাবে এবার সেই দাবানল ভয়াবহ আকার নিয়েছে। দেশজুড়ে জারি হয়েছে বিপর্যয় সতর্কতা।

Related posts

Leave a Comment