33 C
Kolkata
August 2, 2025
Featured বিদেশ

মৃতদেহের স্তূপ, মেঝেতে পড়ে রয়েছেন রোগীরা, করোনার ভয়াবহ ছবি চিনে

বেজিং: করোনা নিয়ে ফের নতুন করে উদ্বেগ বাড়ছে বিশ্বজুড়ে। দুই বছর আগের সেই ভয়াবহ ছবি ফিরে এল চিনে। নেট মাধ্যমে ঘুরছে শিউরে ওঠার মতো ভিডিও। মৃতদেহের স্তূপ, হাসপাতালের মেঝেতে পড়ে রয়েছে সারি সারি রোগী। ফের বিপজ্জনক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে চিন। করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। একাধিক জরুরি ওয়ার্ডে রোগীদের ভিড় সামলাতে হিমসিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। আইসিইউ-এ ভর্তি হয়ে গিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হাসপাতালের মেঝেতে রেখে চিকিৎসা চলছে রোগীদের। একেবারে শিউরে ওঠার মত ছবি। অন্যদিকে শ্মশানের বাইরে লম্বা লাইন। সম্প্রতি এমনই খবর ছড়িয়েছে ভারতের একাধিক সংবাদমাধ্যমে।

সেই খবরের সত্যতা নিয়ে একাধিক সংশয় তৈরি হয়েছে। কারণ, এই খবরের পাশাপাশি, সোশ্যাল সাইটে ঘুরছে একটি ভাইরাল ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, চিনে প্রবাসী এক ভারতীয় যুবক শহরের একটি শপিং মলের লাইভ ভিডিও দেখিয়ে বলছেন, ভারতের সংবাদ মাধ্যমে চীন নিয়ে যে খবর ছড়িয়েছে, তা যে ভিত্তিহীন এই ভিডিও দেখলেই তা বোঝা যায়। তিনি ভারতীয় সংবাদমাধ্যমের সমালোচনা করতে ছাড়েননি। পাশাপাশি, ওই যুবক ভারতীয় সংবাদ মাধ্যমকে অনুরোধ করেছেন, অবিলম্বে ভারতে এই মিথ্যা সম্প্রচার বন্ধ হোক।

এদিকে সেদেশের সরকার ভয়াবহ পরিস্থিতির কথা স্বীকার করতে নারাজ।

Related posts

Leave a Comment