23 C
Kolkata
December 23, 2024
রাজ্য

চিত্র সাংবাদিককে প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে দুস্কৃতিকারীদের হামলার ঘটনায় ধৃত ৬ , দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সংবাদ মহলের

আগরতলা অফিস, ২৫ নভেম্বর, ২০২৪ : আগরতলা প্রেস ক্লাব পরিচালন কমিটি অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে, রাজ্যে কর্তব্যরত সাংবাদিকদের উপর আক্রমনের ঘটনা দিন দিন বেড়ে চলছে। সোমবার ভোর রাতে পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে টাইমস টুয়েন্টিফোরের চিত্র সাংবাদিক সুজিত আচার্যের উপরে কিছু দুস্কৃতিকারী প্রাণনাশের উদ্দেশ্য নিয়ে হামলা চালায়। এতে শ্রী আচার্য গুরতর আহত হয়। এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। সম্পাদক রমাকান্ত দে আশা করে, পুলিশ এই ঘটনায় যুক্ত দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে।

প্রসঙ্গত, রবিবার রাতের বেলা রাজধানীতে ফের আক্রান্ত হলেন এক চিত্র সাংবাদিক। আহত চিত্র সাংবাদিকের নাম সুজিত আচার্যী। সে একটি বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে কর্মরত। এই ঘটনায় গ্রেফতার ছয় জন। ধৃতদের নাম শুভ্রজিৎ দেবনাথ, বাড়ি রামনগর ১১ নং রোডে, রিপন দাস, বাড়ি জয়নগর দশমী ঘাট এলাকায়, অজয় দেব, বাড়ি খয়েরপুর স্থিত চাঁদপুর এলাকায়, মান্টি মালাকার, বাড়ি হাঁপানিয়া এলাকায়, শান্ত রায়, বাড়ি ভট্টপুকুর দুর্গাপল্লী এলাকায়, বাপন দাস, বাড়ি ভট্টপুকুর দুর্গাপূল্লী বালিচর এলাকায়। এতে দুর্বৃত্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে সংবাদিক সমাজ।

আক্রান্ত চিত্র সাংবাদিক সুজিত আচার্য সংবাদ মধ্যমের মুখোমুখি হয়ে জানায়, রবিবার মলয়নগর বাইপাস এলাকায় অনুকূল ঠাকুরের উৎসব সরাসরি সম্প্রচারের জন্য গিয়েছিল সে। লাইভ সম্প্রচার শেষ হতে রাত আনুমানিক ১২ টা বেজে যায়। তারপর সে সবকিছু গুছিয়ে গাড়ির জন্য অপেক্ষা করতে থাকে। দীর্ঘ সময় পর গাড়ি সেখানে পৌছায়। তখন সে গাড়ির চালকের নিকট জানতে চায় কেন এত বিলম্ব হয়েছে। এতে গাড়ি চালক উত্তেজিত হয়ে যায়। পরে সে মালপত্র গাড়িতে তুলে দিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়। সিদ্ধি আশ্রম এলাকায় আসার পর এই গাড়ি চালক একটি ইকো গাড়িতে করে ৫ থেকে ৬ জন যুবককে নিয়ে আসে। ইকো গাড়িটি প্রথমে তাঁর বাইকের পিছনে ধাক্কা দেয়। এতে সে বাইক নিয়ে পড়ে যায়।

তারপর অভিযুক্ত গাড়ি চালক -সহ ইকো গাড়িতে থাকা যুবকরা লোহার রড দিয়ে তাঁকে বেধড়ক ভাবে মারধর করে। স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করে এগিয়ে আসে। পরে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত চিত্র সাংবাদিক সুজিত আচার্যকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তাঁর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে লোহার রড দিয়ে আঘাত করা হয়। ঘটনার পরিপ্রেক্ষিতে আক্রান্ত সুজিত আচার্য থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ৬ জন যুবককে পুলিশ আটক করেছে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা যায়। এদিকে ধৃত দুষ্কৃতীরা আমতলী থানাতে রয়েছে। সোমবার দুপুর বেলা ত্রিপুরা ফোটো জার্নালিস্ট এসোসিয়েশনের পক্ষ থেকে সদস্যরা আমতলী থানাতে ডেপুটেশন প্রদান করেন দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।
জার্নালিস্ট রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক অভিষেক দে জানান, সোমবার রাতে চিত্র সাংবাদিক শ্রী সুজিত আচার্য নিজের পেশাগত দায়িত্ব পালন করে বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতিকারী দ্বারা আক্রান্ত হন। তাতে তিনি গুরুতরভাবে আহত হন। সাংবাদিক ও চিত্র সাংবাদিকদের পক্ষ থেকে আমতলী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবী করেন।

ত্রিপুরা জার্নালিস্টস ইউনিয়নের সম্পাদক সন্তোষ গোপ জানান, ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের সদস্যরা ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি প্রণব সরকারের নেতৃত্বে আমতলী থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। দুষ্কৃতিকারীদের কঠিনতম শাস্তি দাবী করেন। এই ধরনের ঘটনায় ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নও তীব্র নিন্দা জানায়।

Related posts

Leave a Comment