19 C
Kolkata
December 23, 2024
রাজ্য

চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যু, কুলটিতে অবরোধ

সংকল্প দে, কুলটি: চিকিৎসার গাফিলতির অভিযোগে প্রসূতি মৃত‍্যুর ঘটনায় কুলটিতে পথ অবরোধ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে কুলটির নিয়ামাতপুর টহরম সংলগ্ন ইস্কো বাইপাস রোডের চৌমাথা মোড়ে ।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সন্ধ‍্যায় ড: লিয়াকৎ আলির তত্ত্বাবধানে একটি ক্লিনিকে ভর্তি হন নিয়ামাতপুরের প্রিয়া সিনেমা হল সংলগ্ন এলাকার বাসিন্দা মুসকান মণ্ডল। এরপর রাত্রি ১১ টা নাগাদ এক কন‍্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি। কিন্তু রাতেই প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে চিকিৎসক গাড়িতে অন‍্যত্র স্থানান্তরের ব‍্যবস্থা করে রানিগঞ্জের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। যদিও পথেই ওই প্রসূতির মৃত‍্যু হয় বলে পরিবারের দাবি । এরপর পরিজনেরা ওই প্রসূতির দেহ সহ কন‍্যা সন্তানকে নিয়ামাতপুরে ফিরিয়ে আনে। কিন্তু সুযোগ বুঝে চিকিৎসক হিসাবে পরিচয় দেওয়া লিয়াকৎ আলি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনার প্রেক্ষিতে বৃহস্পতিবার সকালে পরিজনেরা নিয়ামাতপুর টহমহরম মোড় সংলগ্ন ইস্কো বাইপাস রোড চৌমাথা মোড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় । ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তাদের আশ্বাস দিলে অবরোধ উঠে যায় !যদিও পরিজনেরা ওই ভুয়ো চিকিৎসকের গ্রেফতার সহ শাস্তির দাবি তোলেন!!

Related posts

Leave a Comment