27 C
Kolkata
November 1, 2025
জেলা

চাল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

প্রতীকী চিত্র

এক চাল ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার হল তাঁর গাড়ি থেকে। ঘটনাটি ঘটেছে মহেশতলার রবীন্দ্রনগরে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে এটি খুন না কি আত্মহত্যার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। ওই মৃত ব্যবসায়ীর নাম উত্তম সাউ (৩৮)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনি চালের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ওই ব্যবসায়ীর একটি ছোট লরিও ছিল। এই গাড়িতেই চাল বিভিন্ন জায়গায় পাঠানো হত। পরিবারের তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার বাড়ি থেকে বর্ধমানের উদ্দেশে বেরিয়েছিলেন উত্তমকুমার সাউ। শুক্রবার তাঁর পরিবারের সঙ্গে শেষ কথা হয়। শনিবার থেকে আর কোনও যোগাযোগ হয়নি পরিবারের সঙ্গে।

Related posts

Leave a Comment