আজ, রবিবার পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে দাঁড়িয়েছিল একটি মালগাড়ি। চালক ছাড়াই চলতে থাকে মালগাড়িটি। পাঞ্জাবের পাঠানকোট স্টেশনে ঘটল এমনই এক অবাক কান্ড। ঘটনাটি জানতে পেরে সঙ্গে সঙ্গে মাল গাড়িটিকে আটকায়। প্রায় ৭০ কিলোমিটার যাওয়ার পর উচ্ছি বসিতে রেলের কর্মীরা কাঠের গুঁড়ি ফেলে মালগাড়িটিকে আটকায়।
জানা গিয়েছে, পাঞ্জাবের পাঠানকোট স্টেশনের একদিক ঢালু থাকায় ওই মালগাড়ির চালক হ্যান্ড ব্রেক টানতে ভুলে যায়। তার জেরেই ঘটে যায় এরকম ঘটনা। এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে রেল। সেই মুহূর্তে ওই লাইনে কোনো ট্রেন না আসায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি।