ফাঁসিদেওয়া: চাকরির প্রলোভন দেখিয়ে আদিবাসী এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ। ফাঁসিদেওয়া থানার অন্তর্গত ফাড়াবাড়ির ওই তরুণীর অভিযোগ, গঙ্গারাম চা বাগান এলাকায় মাদক খাইয়ে প্রায় ছয় জন দুই দিন ধরে তাঁকে ধর্ষণ করেছে। অভিযুক্তরা সকলেই বাগডোগরা থানার অন্তর্গত গঙ্গারাম চা বাগানের বাসিন্দা। অভিযুক্ত ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের বাগডোগরা থানায়। সেই অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই বাগডোগরা থানার পুলিশ নীতিন টোপ্পো নামে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযোগ, গত ১৫ ই আগস্ট ফাড়াবাড়ির ছাব্বিশ বছর বয়সী ওই তরুণীকে, তারই এক পরিচিত বন্ধু গঙ্গারাম চা বাগানে নিয়ে যায়। সেখানে যোগ দেয় আরও দু’জন। ওই যুবতীকে চাকরি পাইয়ে দেবার প্রলোভন দেওয়া হয়েছিল বলে অভিযোগ।
নিগৃহীত যুবতীর অভিযোগ, প্রথম রাতে মাদক খাইয়ে তিনজন এবং পরে অন্যত্র নিয়ে গিয়ে আরও তিনজন তাঁকে ধর্ষণ করে। এদিন এই ঘটনার জেরে বাগডোগরা থানায় গিয়ে বিক্ষোভ দেখায় আদিবাসী মহিলারা। অভিযুক্তদের গ্রেফতার করে সকলের কঠোর শাস্তির দাবি করেন মহকুমা পরিষদের সহকারি সভাধিপতি, রোমা রেশমি এক্কা। তিনি জানান, তাঁরা নিগৃহীত পরিবারের পাশে থেকে সুবিচারের দাবি জানাবেন।
অন্যদিকে নিগৃহীতার দাদা এবং বৌদি জানান, ঘটনা ১৫ তারিখের হলেও, ভয়েতে এতদিন তাঁর বোন মুখ খোলেনি। তাঁরা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবী করেছেন। বাগডোগরা থানার পুলিশ ওই তরুণীর ডাক্তারি পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। অন্যদিকে নীতিন টোপ্পোকে বুধবার আদালতে পাঠিয়েছে। তাঁকে রিমান্ডে নিয়ে অন্যান্যদের নাম জানবার চেষ্টা চালাচ্ছে পুলিশ।
previous post
next post