সংবাদ কলকাতা: চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান-৩ এর ল্যান্ডার মডিউল। গতকাল রাতে ল্যান্ডার বিক্রমের গতিপথ অনেকটা কমেছে। এখন চাঁদের মাত্র ২৫ কিমি দূরের কক্ষপথে পরিক্রমা করছে এই ল্যান্ডার বিক্রম। তার গতিবেগ এখন ১৩৪ কিমি। চাঁদের যে অংশে নামবে এই ল্যান্ডার মডিউল, সেই অংশের সূর্যোদয়ের অপেক্ষায় রয়েছে এই ল্যান্ডার। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৩ আগস্ট চন্দ্রপৃষ্ঠে অবতরণ করবে বিক্রম। সময় বিকাল ৫টা ৪৫ মিনিট। এদিন ল্যান্ডার বিক্রমের মধ্যে থাকা রোভার প্রজ্ঞা বেরিয়ে আসবে। এবং চাঁদের মাটিতে পা রাখবে।