নতুন দিল্লি, ২৫ নভেম্বর: দিল্লির চাঁদনি চকের ভগীরথ প্যালেস মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড। ভস্মীভূত ৫০টি’রও বেশি দোকান। ঘটনাস্থলে দমকলের ৩২টি ইঞ্জিন। তবে হতাহতের কোনও খবর এখনও নেই।
পুলিস সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯টা ১৯ মিনিটে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের ৩২টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। আগুন নেভাতে রিমোট কন্ট্রোল ফায়ার ফাইটিং মেশিনও ব্যবহার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নেভানোর কাজ এখনও চলছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি।
জানা গিয়েছে, পাইকারী বাজারে একটি দোকানে প্রথমে আগুন লাগে। সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। সমস্ত দোকানে প্রচুর বৈদ্যুতিক সরঞ্জাম মজুত থাকার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
দিল্লিতে এর আগেও বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা সামনে এসেছে। গত ৫ নভেম্বর দিল্লির নারেলা এলাকায় প্লাস্টিকের জুতো তৈরির কারখানায় আগুন লাগে। ওই ঘটনায় লক্ষাধিক টাকার কাঁচামাল পুড়ে গিয়েছে বলে খবর। ফের অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে দিল্লিতে।
previous post