শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের অন্তর্গত চাঁদড়া এলাকায় আমরা সবাই ক্লাবের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়৷ গ্রীষ্মকালীন রক্তের সংকট মেটাতে ওই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে মোট ৩৫ জন স্বেচ্ছায় রক্ত দান করেন৷ রক্তদান শিবিরে উপস্থিত হয়ে রক্ত দাতাদের গোলাপ ফুল দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল৷ তিনি বলেন প্রচন্ড গরমের ফলে বিভিন্ন হাসপাতালে রক্তের সংকট দেখা দিয়েছে৷ তাই আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্লাব কর্তৃপক্ষ, তাই তিনি ওই ক্লাবের সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান৷ সেই সঙ্গে তিনি ওই এলাকার সর্বস্তরের মানুষকে রক্তদানে এগিয়ে আসার জন্য আহ্বান জানান৷ তিনি বলেন রক্তদান মহৎ দান, রক্তদানের বিকল্প অন্য কিছুই হতে পারে না৷ ওই রক্তদান শিবিরে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল সহ এলাকার বিশিষ্টজনারা উপস্থিত ছিলেন৷ উপস্থিত সবাইকে চাঁদড়া আমরা সবাই ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়৷
previous post