32 C
Kolkata
August 2, 2025
Uncategorized

চলে গেলেন প্রখ্যাত শিল্পী বিজয়া ভানু

বিনোদন জগতে আবার দুঃখের খবর। বিজয়া ভানু যিনি মাত্র দশ বছরে শতাধিক ছবি করেন। কেবল তেলেগুতেই নয়, তামিল, কন্নড় এবং হিন্দি ভাষায়ও অভিনয় করেছিলেন। সেই সময়ে প্যান ইন্ডিয়ার একজন জনপ্রিয় অভিনেত্রী হয়ে ওঠা বিজয়া ভানু সম্প্রতি ভারতে এসেছিলেন। তাঁর একমাত্র মেয়ে আমেরিকার একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হিসেবে কর্মরত। বিজয়া ভানু নিজে একজন নৃত্যশিল্পী ছিলেন।

লস অ্যাঞ্জেলেসে ‘শ্রী শক্তি শারদা নৃত্য নিকেতন’ নামে একটি নৃত্য কলেজ প্রতিষ্ঠা করেন এবং হাজার হাজার মানুষকে প্রশিক্ষণ দেন। ভারতনাট্যম, কুচিপুরী, কত্থক, কথাকলিতে দক্ষ ছিলেন তিনি। সারা বিশ্বে অসংখ্য নৃত্য পরিবেশনা করেছেন। চিরঞ্জীবী, কমল হাসান এবং জয়সুধার সঙ্গে অভিনয় করেন। ইদি কথা কাড়ি-তে মূল ভূমিকায় অভিনয় করে ‘সেরা পার্শ্ব অভিনেত্রী’ পুরস্কার পেয়েছিলেন।

Related posts

Leave a Comment