সংবাদ কলকাতা: নতুন বছরের শুরুতেই ফের পশ্চিমবঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কয়েকদিন আগেই বঙ্গ সফরে এসেছিলেন তিনি।সামনেই পঞ্চায়েত নির্বাচন। তার আগে অমিত শাহের এই সফর খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
জানা গিয়েছে, এবার রাজ্য সফরে এসে আরামবাগ এবং তারকেশ্বরে সভা করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও এই কর্মসূচির বিষয়ে বিস্তারিত তথ্য বিজেপির তরফে মেলেনি। তবে এই প্রসঙ্গে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, “বছরের শুরুতেই রাজ্যে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৭ জানুয়ারি উনি আসছেনই। হুগলি জেলার আরামবাগ এবং তারকেশ্বরে যাবেন।”
২০২২ ডিসেম্বরের ১৬ তারিখ রাজ্য সফরে এসেছিলেন অমিত শাহ। সেই সময়ে রাজ্যে পা রেখেই তিনি সরাসরি চলে গিয়েছিলেন বিজেপির রাজ্য সদর দফতর মুরলীধর সেন স্ট্রিটে। সেখানে রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এবার কী করেন সেই দিকেই নজর সবার।
previous post
next post