শিলিগুড়ি, ৩ আগস্ট: চন্দ্রযান ৩ নিয়ে ছাত্র-ছাত্রীদের বৈজ্ঞানিক ধারণা দিতে শিলিগুড়িতে একটি অনুষ্ঠানের আয়োজন করল স্কাই ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন অফ নর্থ বেঙ্গল। সহযোগিতায় ছিল শিলিগুড়ির একটি কম্পিউটার ইনস্টিটিউট।
বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে চন্দ্রযান ৩ এর সম্পর্কে ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়া হয়। বর্তমানে চন্দ্রযান ৩ এর অবস্থান ও তার গতিবিধি সহ বিভিন্ন বিষয় ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরা হয়। এদিনের এই অনুষ্ঠানে শিলিগুড়ির বিভিন্ন স্কুলের প্রায় ২৫০ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিল।