April 7, 2025
Uncategorized

চন্দ্রযান ৩-র সফল রূপায়ণে জলপাইগুড়ি গভর্ণমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি: চাঁদ ছুঁয়েছে বিক্রম। আর এই সফল উত্তরণের নেপথ্যে যে বিজ্ঞানীরা কাজ করেছেন, তাঁদের মধ্যে রয়েছেন জলপাইগুড়ি গভর্ণমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ ছাত্র। এঁরা হলেন কৌশিক নাগ, নিরঞ্জন কুমার, সঞ্জয় দলুই, অমরনাথ নন্দী, সৌমিক সরখেল, মুকুন্দ কুমার ঠাকুর। ছাত্রদের কৃতিত্বে গর্বিত কলেজ। বৃহস্পতিবার বর্তমান ছাত্রছাত্রীদের নিয়ে সেই সাফল্য সেলিব্রেট করলেন অধ্যক্ষ থেকে অধ্যাপকরা। কয়েক হাজার লাড্ডু বিতরণ করা হল জলপাইগুড়ি গভর্ণমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে। কলেজের পরিকল্পনা, কৃতী ছয় ছাত্র ফিরলে, তাঁদের সংবর্ধনায় ভরিয়ে দেওয়া হবে।

অপরদিকে ইঞ্জিনিয়ারিং কলেজের ৬ কৃতীর সাফল্যের খবর শহরে ছড়িয়ে পড়তেই শহরে উচ্চ্বাস ছড়িয়ে পড়ে। কর্তৃপক্ষকে সংবর্ধনা জানাতে কলেজে ফুল মিষ্টি নিয়ে ছুটে যান লায়ন্স ক্লাব অফ জলপাইগুড়ি জেনেসিসের সদস্যরা।

কলেজে সেলিব্রেশন শেষ করে বিভাগীয় প্রধানদের নিয়ে জলপাইগুড়ির কৃতি ছাত্র কৌশিক নাগের বাড়িতে ছুটে যান জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায়। সেখানে পৌঁছে তাঁর মা সোনালী নাগকে অভিনন্দন জানান তাঁরা। সোনালী দেবী বলেন, আজ কলেজের প্রিন্সিপাল এসেছিলেন। খুব ভালো লাগছে। আমি চাই কলেজের সব ছাত্রই যেন এভাবে এগিয়ে গিয়ে কলেজের মুখ উজ্জ্বল করে।

জলপাইগুড়ি গভর্ণমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল অমিতাভ রায় জানান, মিশন চন্দ্রযানে আমাদের কলেজের কৌশিক সহ মোট ছয় ছাত্রের সাফল্যে আমরা গর্বিত। আমরা বর্তমান ছাত্রদের তাঁদের সাফল্যের কথা জানাতে শুরু করেছি। এই সাফল্য বর্তমান ছাত্রদের অনুপ্রাণিত করবে।

Related posts

Leave a Comment