সংবাদ কলকাতা: চন্দ্রযান ৩ চাঁদের মাটিতে স্পর্শ করার সঙ্গে সঙ্গে এক ইতিহাসের সৃষ্টি করল। গৌরবময় মুহূর্তের সাক্ষী থাকল আপামর দেশবাসী। আমাদের রাজ্যে বিভিন্ন কর্মসূচি চলছে চন্দ্রযান নিয়ে। বিজেপির রাজ্য দপ্তরে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার কর্মীরা উচ্ছ্বাসে ফেটে পড়লেন। মোদিজীর ছবি নিয়ে জাতীয় পতাকা হাতে তাঁরা আনন্দে মেতে উঠলেন বিজেপির রাজ্য দপ্তরের সামনে। সেই সঙ্গে সেন্ট্রাল এভিনিউ-এর মেন রাস্তায় রং মশাল জ্বালিয়ে আজকের দিনটা সেলিব্রেট করলেন। প্রত্যেকে মিষ্টিমুখ করলেন এবং করালেন। পথ চলতি মানুষ জানার ছিলেন তাঁদেরকে মিষ্টিমুখ করালেন। সেই সঙ্গে বাস, ট্যাক্সি মোটর সাইকেল আরোহীকেউ মিষ্টিমুখ করালেন। তাঁরা বলেন, আজকের দিনটি ভারতবর্ষের কাছে ঐতিহাসিক দিন। এর মূল কারিগর ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।