32 C
Kolkata
August 2, 2025
সাহিত্য

চন্দ্রযান

শ্রী দিলীপ কুমার কীর্তনীয়া, গড়িয়া


কে প্রথম চাঁদ ছুঁয়েছে?
কে রেখেছে পা?
ভারতবর্ষ, মাথায় পালক
আয়’না! দেখে যা!!

কচি নরম দক্ষিন অঙ্গে
স্বপ্ন ছোঁয়া শেষে!
বুক দুর দুর হৃদয় খানি
এই ক’দিনে এসে!!

ও চরকা কাটা বুড়ির দেশ
কোথায় চাঁদ মামা?
টাইটানিয়াম, ম্যাগনেসিয়ম
সিলিকন, হিলিয়াম থ্রি,
আর বরফ ধামা ধামা!!

মিষ্টি কতো আলো তবু-উ
ঠান্ডা শীতল বুক!
তোমার বুকে কান পেতেছি
চাই যে স্বর্গসুখ!!

Related posts

Leave a Comment